
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:০২ এএম
ঈশ্বরগঞ্জে সড়ক নির্মানে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন

আব্দুল মালেক, ময়মনসিংহ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন। ছবি: যুগের চিন্তা
ময়মনসিংহের আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার সড়কের কাজের কোনো অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও ঝুলে রয়েছে সড়কের কাজ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে এলাকার সর্বস্তরের মানুষ দ্রুত সময়ের মধ্যে রাস্তার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন করেছেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ২০২২ সালে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ করে রাস্তার কাজ বাস্তবায়ন চাই।
নিরাপদ সড়ক চাই ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর হোসাইন কাঞ্চন বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজ শেষ করা না হলে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবো।
উল্লেখ্য, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা ছিল। সড়কটির অন্য অংশে কাজ শেষ হলেও ঈশ্বরগঞ্জ পৌরসভা অংশে অন্তত ৩ কিলোমিটারজুড়ে কাজ করা যাচ্ছে না।
অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেয়ে জমি ছাড়তে না চাওয়ায় আটকে আছে সেখানে নির্মাণকাজ। সড়কটির কাজ শেষ না হওয়ায় দিন দিন বাড়ছে মানুষের ভোগান্তি।
অধিগ্রহণ জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পারায় অব্যাহতি চেয়ে সড়ক বিভাগের কাছে আবেদন করেছিল। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, জনবল ঘাটতি ছিল, বর্তমানে নতুন এলএও নিয়োগ হওয়াতে জমি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত কাজ হচ্ছে। আশা করা যায়, দ্রুত এ সমস্যার সমাধান হবে।