
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ এএম
কুড়িগ্রাম কারাগারে সেনাবাহিনীর হস্তক্ষেপে ফিরে এসেছে শৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কারাগারে নিরাপত্তা সংকট সৃষ্টি হয়। কারারক্ষীরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, যা কয়েদিদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ তৈরি করে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসেন এবং কারাগারের নিরাপত্তা নিশ্চিত করেন।
কুড়িগ্রামের কারাগারে ৯জন সেনা সদস্য চার শিফটে ভাগ হয়ে গেইট থেকে শুরু করে কারাগারের ভেতর পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করেন। একইসাথে কারাগারের ভেতরে থাকা নানা অনিয়ম দূর করতে উদ্যোগ নেন সেনাসদস্যরা।
কয়েদিদের সাথে দেখা করা, তাদের জন্য শুকনো খাবার পাঠানো, ও পিসি (কয়েদিদের জন্য টাকা) দেওয়ার ক্ষেত্রে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তবে, বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কারাগারের পরিবেশে শৃঙ্খলা ফিরে এসেছে বলে জানান কয়েদিদের আত্মীয়রা। নাগেশ্বরী থেকে আসা শামীম মিয়া বলেন, "আগে দেখা করতে অনেক সময় বসে থাকা লাগতো, কোনোদিন দেখাও মিলতো না। এখন সেই সমস্যা নেই।"
রাজারহাট থেকে আসা শফিকুল ইসলাম জানান, "আগে দেখা করতে টাকা লাগতো, এখন লাগে না। পিসি দেওয়ার পরেও আগে কম পেতাম, এখন সেই সমস্যা নেই। খাবারের মানও আগের তুলনায় ভালো হয়েছে।"
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, "৫ আগস্টের পর দেশের কারাগারগুলো অরক্ষিত হয়ে পড়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অনিয়মের দিকে নজর রাখছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা বিধানের জন্য দিন-রাত কাজ করছি।"
কুড়িগ্রাম জেলার জেল সুপার এ.জি মাহমুদ বলেন, "৫ আগস্টের আগে কারাগারে নানা অনিয়ম ও ত্রুটি ছিল। আমরা সেগুলো দূর করেছি। সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে এবং প্রতিদিন খাবারের মান যাচাই করছে। আমরা কুড়িগ্রামবাসীকে ভালো সেবা দেওয়ার জন্য কাজ করছি।"