
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৬ এএম

ছবি : সংগৃহীত
আশুলিয়ার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান চালায়, যেখানে আবাসিক জমিতে থাকা ভবনগুলোতে গোপনে দলিল রেজিস্ট্রেশন করার পাশাপাশি অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠে এসেছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে তিনজন সদস্যের একটি দল অভিযানে নেমে, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন কক্ষে তল্লাশি পরিচালনা করে। অভিযানে প্রমাণ মেলে যে, জমিতে ভবন থাকলেও তা দলিল রেজিস্ট্রিতে উল্লেখ করা হয়নি। এছাড়া, বিভিন্ন ফি, হয়রানি ও ঘুষ দাবির অভিযোগও সমর্থিত হয়।
তিনি বলেন, "দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও দুর্নীতি আমাদের নজরে আসে, আজকের অভিযানে আমরা সেই অভিযোগের যথার্থতা সুনির্দিষ্ট করতে সক্ষম হয়েছি।"
তিনি আরও বলেন, "এ ধরনের অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"