
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম
ফরিদপুর বাস উল্টে ৭ জন নিহত : তদন্ত কমিটির ১৪ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
ফরিদপুরে ফারাবি এক্সপ্রেস নামের একটি বাস উল্টে খাদে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় চালকের বেপরোয়া গতি ও একাধিক অব্যবস্থাপনাকে দায়ী করেছে তদন্ত কমিটি। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের কাছে। একইসঙ্গে তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে ১৪টি সুপারিশও করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ ছিল চালকের নিয়ন্ত্রণহীন ও অতিরিক্ত গতিতে বাস চালানো। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, সড়কে সতর্কতা সংকেতের অভাব, মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্সটোকেনসহ রাস্তার কাঠামোগত ত্রুটি যেমন পার্শ্ব সড়কে সোল্ডার ড্রপের সমস্যাও বড় ভূমিকা রেখেছে। তদন্তে আরও দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশে রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলকেও দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এছাড়া, দুই লেনবিশিষ্ট মহাসড়কে বিভিন্ন ধরনের ও গতির যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটে, যা ট্র্যাফিক ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করে।
এই দুর্ঘটনার পর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে আরও অন্তর্ভুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ, বুয়েটের প্রভাষক ড. নাজমুল হক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান এবং বিআরটিএর সহকারী পরিচালক মো. নাছির উদ্দীন।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধ, বিকল্প চালক রেখে নির্দিষ্ট সময়ের বেশি গাড়ি না চালানো, প্রতিটি গাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে আনা, দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক সাইন ও সিসিটিভি স্থাপন, গতি নিয়ন্ত্রক যন্ত্র সংযোজন, ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত এবং অনুমোদনহীন রাস্তা সংযোগ বন্ধ করার মতো সুপারিশ পেশ করেছে।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, অতীতের দুর্ঘটনাগুলোর মতো এই প্রতিবেদনেও সুপারিশগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দ্রুত বৈঠক করা হবে এবং প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। সেইসঙ্গে সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে, দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক সুমন গাজী বর্তমানে কারাগারে রয়েছেন।