
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৭ এএম
আনন্দ শোভাযাত্রার মোটিফের শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত আনন্দ শোভাযাত্রার মোটিফের এক শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও ধরপাকড় অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডের তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খান এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে, মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের পৈত্রিক বাড়িতে। দুর্বৃত্তদের ছোঁড়া আগুনে একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়, নষ্ট হয় আসবাবপত্র, ভাস্কর্য এবং একটি মোটরসাইকেল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখের আগে একটি ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্যের জেরেই এই হামলা হতে পারে। গুজবে দাবি করা হয়, মানবেন্দ্র ঘোষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেছেন। যদিও তিনি জোর দিয়ে জানান, শুধুমাত্র বাঘের একটি মোটিফ তৈরি করেছিলেন, কোনো রাজনৈতিক চরিত্র নয়।
মানবেন্দ্র অভিযোগ করেন, আগুন দেওয়ার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের উসকানি থাকতে পারে, যেহেতু তার বাড়ি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। হামলার আশঙ্কায় তিনি আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ঘটনার পরপরই জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থলে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও উপস্থিত হন।
জেলা প্রশাসক জানান, ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডি কাজ করছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার জানান, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।