রাজশাহীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বিএনপি কর্মী মকবুল হোসেন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) বিকেলে একটি নারীসংক্রান্ত ঘটনার মীমাংসা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মকবুল। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে, যা তার মৃত্যুর কারণ হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মকবুল রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



