চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৯ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রহমান ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে, যা রাত ১০টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ঘটনার পরপরই নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ছুটে আসে ৬টি ইউনিট এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। তবে কয়েকটি কক্ষ আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”



