
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৭ এএম
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির দিনাজপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ এএম

ছবি : সংগৃহীত
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামের বাসা থেকে, যেখানে তিনি তার বড় বোনের সঙ্গে অবস্থান করছিলেন, সেখান থেকেই তাকে আটক করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্টের পর গাইবান্ধা সদর থানায় শাহ সারোয়ার কবিরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের বিষয়টি গাইবান্ধা জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা আসলে তাকে তাদের হেফাজতে হস্তান্তর করা হবে।