BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:২২ এএম

Swapno

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চা খেতে গিয়ে আটক নিষিদ্ধ সংগঠনের নেত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চা খেতে গিয়ে আটক নিষিদ্ধ সংগঠনের নেত্রী

ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া টিকলি শরিফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়েও সংগঠনটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জানা গেছে, আগে ক্যাম্পাসে সংঘটিত ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ছাত্রদলের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে টিকলি শরিফ গোপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছাত্রদলের কিছু সদস্য তাকে ধরে ফেলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেন। এ সময় টিকলির সঙ্গে থাকা তার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মামুন ও তরিকুলকেও আটক করা হয়।

তবে টিকলি শরিফ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কালকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়াশোনা করছিলাম। সন্ধ্যায় একটু বাইরে বের হয়ে জুনিয়রদের সঙ্গে দেখা হলে চা খেতে যাই। তখনই আমাদের আটক করা হয়।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন নিয়ে যেটা বলা হচ্ছে, গণতান্ত্রিক দেশে যে কেউ আদর্শের টানে কাজ করতে পারে। এটা কোনো অপরাধ নয়।”

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজুল ইসলাম জানান, “তিনি (টিকলি) খুলনার ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী। ক্যাম্পাসে গোপনে সংগঠনের কার্যক্রম চালানোর সময় আমার কয়েকজন জুনিয়র তাকে শনাক্ত করে। পরে আমরা তাকে আটক করে প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, “ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং পুলিশকে বিষয়টি জানিয়ে অভিযুক্তদের তাদের হাতে তুলে দিই। পরবর্তী পদক্ষেপ পুলিশ আইন অনুযায়ী নেবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী ছাত্রদল

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com