
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:৩০ এএম
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম
-67fdc377504a1.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বস্তির ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে।
আরএস/