Logo
Logo
×

সারাদেশ

আদমজী ইপিজেডে সংঘর্ষ ও নাশকতায় ৪৫ জন আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০১:০২ এএম

আদমজী ইপিজেডে সংঘর্ষ ও নাশকতায় ৪৫ জন আটক

ছবি : সংগৃহীত

আদমজী ইপিজেডের ভেতরে “মার্চ ফর গাজা” কর্মসূচিতে যোগদান না করার বিষয়কে কেন্দ্র করে বহিরাগত দুর্বৃত্তদের সঙ্গে দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউনুস্কো বিডি লিমিটেড এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার জানালার কাচ ভাঙচুর করা হয়।

শনিবার (১২ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর শিল্পাঞ্চল, থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেলে বহিরাগত প্রায় ৩০০-৪০০ জন শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে এবং ইপিজেডের শ্রমিকদের নিয়ে গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এসময় ইউনুস্কো বিডি লিমিটেড ও অনন্ত হূয়াশিং গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এই ঘটনায় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে এবং পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে কি না, সেটি পুলিশ তদন্ত করে দেখবে।

তারেক আল মেহেদী আরও বলেন, “ফিলিস্তিনের ইস্যুটি একটি নিরপেক্ষ বিষয় এবং এই ধরনের মিছিলে সব দলের লোকজন অংশ নিতে পারে। কেউ কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন