
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৯:০১ এএম
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে অজ্ঞান করে অটোরিকশা চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৪১ পিএম

ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ চালককে অজ্ঞান করে দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোবাইল ফোন ছিনতাই করেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পর ওই চালক অজ্ঞান অবস্থায় রোজ কেয়ার শান্তি নিকেতনের সামনে পড়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃদ্ধ চালক শান্তি নিকেতনের সামনে হাঁপাতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তার কাছ থেকে জানতে পারেন যে, তাকে অজ্ঞান করে তার অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি পুরোপুরি জ্ঞান হারান।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে অটোরিকশাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা আরও জানান, চলতি মাসে ঠাকুরগাঁওয়ে সাত থেকে আটটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে তাদের ধারণা। চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।