
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

পগলা মসজিদের দানবক্সের টাকা গণনা চলছে। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই এবার বেরিয়ে এসেছে ২৮ বস্তা টাকা। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় দানবাক্স খোলার পর সকাল ৯টা থেকে শুরু হয় গণনার কাজ, যা দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬ কোটি ৩৬ লাখ টাকায় পৌঁছায়। তবে টাকা গণনার কাজ এখনো চলছে।
রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসী বিষয়টি নিশ্চিত করে জানান, গণনা শেষ হওয়া টাকাগুলো নিরাপত্তার মাধ্যমে ব্যাংকে পাঠানো হচ্ছে।
জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, এবার ৪ মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দান হিসেবে প্রাপ্ত অর্থ শুধু পাগলা মসজিদের পরিচালনায় নয়, জেলার অন্যান্য মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং সমাজকল্যাণমূলক কাজেও ব্যয় করা হয়।
এবার মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খুলে টাকা সংগ্রহ করা হয়, যা ২৮টি বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় আনা হয় গণনার জন্য। টাকা গণনায় অংশ নিচ্ছেন ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় মাদরাসার ছাত্ররা।
গতবার ২০২৩ সালের ৩০ নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল, তখন ২৯ বস্তা টাকা পাওয়া যায় এবং মোট সংগ্রহ ছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। সঙ্গে ছিল স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ও রুপার অলংকারও।
জেলা প্রশাসক আরও জানান, পাগলা মসজিদ প্রাঙ্গণে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার নাম হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।