Logo
Logo
×

সারাদেশ

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন, সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণ উপকৃত হবে এবং কাজ করার পরিবেশ উন্নত হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে এবং সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে।” তিনি বলেন, “সাধারণ জনগণ চাচ্ছে, আমাদের সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।”

বৃহস্পতিবার দুপুরে তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি আরও জানান, ধানের উৎপাদন এবার ভাল হয়েছে এবং সুনামগঞ্জে অনেক পতিত জমি রয়েছে। এ বিষয়ে ৫ শত কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, “আমাদের কিছু অস্ত্র হারিয়েছে, তবে তা এখনও উদ্ধার হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে এবং অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। তিনি আরও বলেন, “অপকর্মের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণকে আরও সচেতন হতে হবে।” তিনি নিশ্চিত করেন যে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নজরদারি থাকবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ। পরে তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন