Logo
Logo
×

সারাদেশ

ভৈরবে ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, প্রতিবেশী যুবক আটক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম

ভৈরবে ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, প্রতিবেশী যুবক আটক

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে গজারিয়ায় ইউনিয়নে মানিকদী নয়াহাটি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাহফুজ মিয়া (২৩) ভৈরব গজারিয়ায় ইউনিয়নে মানিকদী নয়াহাটি গ্রামের রকিবুল মিয়ার ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহফুজ ও তার বন্ধু জীবন বেশ কিছুদিন যাবত প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করতো। গত বছর (০৩ অক্টোবর) বাড়ির পাশে কল পাড়ে মাহফুজ মিয়া তার বন্ধু জীবনের সহযোগিতায় কিশোরীর বাড়ির পেছনে নিয়ে মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও ধর্ষণের সময় মুঠোফোনে বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভয়-ভীতি দেখিয়ে কিশোরীকে অভিযুক্ত মাহফুজ আরও বেশ কয়েকবার বার ধর্ষণ করে। এতে সহজ সরল কিশোর অন্তসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভৈরব থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাহফুজ মিয়াকে আটক করা হয়েছে। আরেক অভিযুক্ত জীবন মিয়া পলাতক রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী পিতা বলেন, মাহফুজ ও জীবন আমার মেয়ের বেঁচে থাকা কঠিন করে দিয়েছে। আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় মাহফুজ ধর্ষণের হুমকি দেয়। পরে কৌশলে একাধিকবার ধর্ষণ করে। বর্তমানে আমার নাবালিকা মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমি এর সুষ্ঠু বিচার পেতে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি মাহফুজ ও তার বন্ধু জীবনের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। আরেক অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে।


আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন