
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:০১ এএম
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার ঘটনায় দুজন বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৯ এএম

ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পিতা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুই নেতাকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ইছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর ওই ইউনিয়নের সোন্দড়া গ্রামের আলী হোসেনের পুত্র এবং কাদের একই গ্রামের আবদুল আউয়াল মমিনের সন্তান।
ঘটনার সূত্রপাত ঘটে ৩০ মার্চ রাতে, যখন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘ বিরতির পর নিজ গ্রাম নারায়ণপুরে আসেন। তার আগমনের খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। সাগর ও কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা মঞ্জুকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। পাল্টা প্রতিক্রিয়ার একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন আজিজুর রহমান বাচ্চু মোল্লা। সংঘর্ষ চলাকালে তার বাঁ-হাতে ইটের আঘাত লাগে।
ঘটনার পরদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার যুগেরচিন্তা২৪ কে জানান, হামলার পর অভিযুক্তরা পালিয়ে গাজীপুরে আশ্রয় নেয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনীয় তথ্য মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”