
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০২:৫৬ এএম
ছাত্রদল নেতা জাহিদুল হত্যা : আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম

ছাত্রদল নেতা জাহিদুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : যুগেরচিন্তা২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত জাহিদুলের পরিবার, স্থানীয় জনতা এবং ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা হৃদয়, তৌহিদ, তামিম, শাকিল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ৯ মাস পেরিয়ে গেলেও মামলার আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। বরং তারা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নিহতের মামা নূর মোহাম্মদ বলেন, জাহিদুল একজন সক্রিয় রাজনীতিক ছিলেন এবং বিগত সরকারের আমলে বহুবার রাজনৈতিক হয়রানির শিকার হয়ে কারাভোগ করেছেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জের সোনাবো এলাকা থেকে ডেকে নিয়ে রাত ১০টার দিকে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় জাহিদুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা পুষ্প আক্তার বাদী হয়ে জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।