
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০২:৩৫ এএম
কটিয়াদীতে আবারও বাণিজ্যমেলার পায়তারা, জনমনে ক্ষোভ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

এই মাঠেই মেলা আয়োজনের চেষ্টা চলছে। ছবি : যুগের চিন্তা
কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্র সংলগ্ন মাঠে বাণিজ্যমেলার প্রস্তুতি চলছে। মাস ব্যাপী চলবে এই মেলা। আগামী (১৪ এপ্রিল) মেলা উদ্বোধন করা হবে। তবে মেলার আয়োজনের খবরে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকগণ মেলা বন্ধের দাবী জানিয়ে আসছেন। তাদের দাবীর প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছে।
এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সজল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে কটিয়াদী বাজার বণিক সমিতি মেলার আয়োজন করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক রেফায়েত উল্লার ভাই বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বণিক সমিতির আহ্বায়ক ইলিয়াছ আলীর নেতৃত্বে মেলা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিগত সরকারের সময়েও একই মাঠে মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলায় প্রতিদিন লটারীর নামে কুপন বিক্রি করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে লাখ লাখ টাকা। তখনকার আওয়ামী লীগ নেতাদের ও প্রশাসনের পকেটে যেতো অবৈধ মাসোহারা৷ মেলায় আলোকসজ্জা ও কুপন বিক্রির নামে উচ্চ শব্দের মাইকিং আর নারী নিয়ে গানের মাধ্যমে ফুর্তি চলত দিন রাত। এতে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি সহ অশ্লীলতায় সামাজিক পরিবেশ নষ্ট এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ে।
এবারও এসব মেলা আয়োজন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আবারও বাণিজ্য মেলা শুরু হলে এর প্রভাব শিক্ষার্থীদের উপর পরবে এতে কোনো সন্দেহ নেই। এলাকার শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ মেলা বন্ধের দাবী জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, মেলা বন্ধের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সিদ্ধান্ত নেয়া হবে।