Logo
Logo
×

সারাদেশ

মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ গ্রেপ্তার ৫

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ গ্রেপ্তার ৫

মাদকবিরোধী অভিযানে আটকরা। ছবি : সংগৃহীত

মেহেরপুর শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় ২০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—মিয়াপাড়া এলাকার চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০) এবং একই এলাকার নুরুল ইসলাম (৪৫)। অভিযানে চঞ্চল ও মহিরউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় হেরোইন ও বিপুল পরিমাণ নগদ অর্থ। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকা।

ঘটনাস্থলেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নুরুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

অন্য চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন