
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
ফরিদপুরে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম

ছবি : সংগৃহীত
ফরিদপুরের বাকুন্ডা এলাকায় মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর-বরিশাল মহাসড়কের শরীফ জুটমিলের সামনে এই দুর্ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মোকসেদপুর থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।