
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম
দেশজুড়ে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট, ৪৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের দিন সোমবার (৭ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এই ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুতই আইনের আওতায় আনা হবে। সরকার শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় না, তবে এর আড়ালে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, “চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত। যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে উপস্থাপন করতে শীর্ষ সম্মেলনের আয়োজন করছি, তখন এমন ঘটনা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও জানান, হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারী, যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। “যারা এই ভাঙচুর চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান এবং স্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে,” — বলেন বিডা চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় আরও গ্রেপ্তার আসন্ন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।