
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১০:৫২ এএম
শাহ আমানত বিমানবন্দরে অভিনব কায়দায় আনা কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪৪ এএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে লুকিয়ে আনা প্রায় ৯১০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট (জি৯-৫২৬) অবতরণের পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ, তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশির সময় দেখা যায়, হাতঘড়ির চেইনের মতো করে মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভিতরে ছোট ছোট অংশে বিভক্ত করে সোনা লুকানো হয়েছিল।
উদ্ধার হওয়া সোনার বিবরণ অনুযায়ী, চেইন আকৃতির সোনা ৭ গ্রাম, ডলফিন আকৃতির লকেট ১৬ পিসে ২১৫ গ্রাম, তারকা আকৃতির লকেট ৭৮ পিসে ১২৮ গ্রাম, সোনার বার ৩০ পিসে ৪৬০ গ্রাম, চুড়ি ৪টি, ওজন ৮০ গ্রাম ও আংটি ২টি, ওজন ২০ গ্রাম।
সোনাগুলো জব্দ করে রাজস্ব বিভাগ অনুযায়ী তা থেকে ১ কোটি ৭ লাখ টাকা রাজস্ব আদায়যোগ্য বলে জানানো হয়েছে। অভিযুক্ত মোকসুদ আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোনা পাচারে ব্যবহার হওয়া পদ্ধতিটি ছিল অত্যন্ত ধূর্ত এবং নজর এড়িয়ে বহনের চেষ্টা করা হয়েছিল, তবে সতর্ক নজরদারির কারণে সেটি ব্যর্থ হয়।