
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৩ এএম
টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে আলীমুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শামসুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) নিহতের ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে, রোববার রাতে গাজীপুরের আদি মুদাফা এলাকা থেকে শামসুদ্দিনকে আটক করে পুলিশ।
নিহত আলীমুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ থানার ময়নাগুটি গ্রামে। তিনি টঙ্গীর আদি মুদাফা এলাকায় ভাড়া থেকে মজুমদার গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার হওয়া শামসুদ্দিন একই এলাকার বাসিন্দা এবং মৃত রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারে আলীমুল, শামসুদ্দিনসহ কয়েকজন উত্তরা প্রবর্তন সিটি এলাকায় যান। সেখানে কোনও একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা "বাঁচাও বাঁচাও" শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আলীমুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা বিনতে আনোয়ার জানান, রাত ৮টার কিছু পর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে তখনই নিশ্চিত হন, আলীমুল আগেই মারা গেছেন। তার বুকে ছুরির গভীর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, উত্তরা প্রবর্তন সিটিতে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চলে এলেও প্রশাসনের নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এলাকাবাসী জানান, সন্ধ্যার পর ওই এলাকায় চলাফেরা করাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা সুলতানা আক্তার বলেন, “প্রবর্তন সিটির নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। বহিরাগতরা সহজেই প্রবেশ করে অপরাধ সংঘটন করছে। পুলিশি টহল এবং নিরাপত্তা প্রহরীদের তদারকি জরুরি।”
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।”