Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

কুমিল্লায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু

ছবি : সংগৃহীত

নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার লাকসামে পৌঁছালে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে রাত ৯টার দিকে তাকে দ্রুত কুমিল্লা নগরীর বেসরকারি মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন গণমাধ্যমকে জানান, বুলু ভাইয়ের শরীরে একটি সংক্রমণ ধরা পড়েছে। তবে আতঙ্কের কিছু নেই—তিনি এখন ভালো আছেন এবং চিকিৎসা সাড়া দিচ্ছেন।

তিনি আরও জানান, বরকত উল্লাহ বুলু আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ঈদ উপলক্ষ্যে এলাকায় নানা কর্মসূচিতে অংশ নেওয়ায় শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা কুমিল্লার মুন হসপিটালেই চলবে।

হাজী ইয়াছিন বলেন, "মেজর কোনো শঙ্কা নেই। আমরা বুলু ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন