Logo
Logo
×

সারাদেশ

চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম

চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা

ছবি : সংগৃহীত

ঋতুচক্রে শীত বিদায় নিলেও উত্তরের জেলা পঞ্চগড়ে এখনও রয়ে গেছে শীতের অনুভূতি। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও রাত ও ভোরে শীতের পরশ টের পাচ্ছেন স্থানীয়রা। চৈত্রের সকালে দেখা মিলছে পৌষের কুয়াশার, যা অবাক করছে এলাকাবাসীকে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনাজপুর, রাজশাহী, সৈয়দপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও পঞ্চগড়ে শীতের আবহ রয়ে গেছে।

সকাল সাড়ে ৭টায় জেলার তেঁতুলিয়ার দর্জিপাড়া ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা গেছে। স্থানীয়রা জানান, দিনের বেলায় তাপমাত্রা সহনীয় হলেও রাতে বেশ ঠান্ডা পড়ে, এমনকি অনেককে লেপ-কম্বলও ব্যবহার করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, জলবায়ুর পরিবর্তনের কারণে এ সময়ে কুয়াশা পড়তে পারে। মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন