
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০০ এএম
সাভারে বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যাচেষ্টা, দুই ভাড়াটে খুনি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম

বিএনপি নেতা খোরশেদ আলম
দীর্ঘ ১৬ বছর হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে বিএনপি নেতা খোরশেদ আলম সাভারে দলের কর্মীদের উজ্জীবিত করেছেন। এরই ধারাবাহিকতায়, তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তাকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।
ঘটনার সময় সাভারের ছায়াবীথি এলাকায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন খোরশেদ আলম। এ সময় দেশীয় অস্ত্রসহ সন্দেহজনক কয়েকজন যুবককে ঘুরাফেরা করতে দেখে উপস্থিত জনগণ দুইজনকে ধরে ফেলে, যদিও আরও ৫-৬ জন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে বনপুকুর এলাকার পারভেজ ও বাশার নামে দুইজনকে পাওয়া যায়, যারা ভাড়াটে খুনি হিসেবে পরিচিত।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে আটককৃতরা স্বীকার করে যে তারা বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যার জন্য এসেছিল। পুলিশের কাছে তারা আরও তিনটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তাদের কাছ থেকে দুইটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল করেছে। বিএনপি নেতা খোরশেদ আলম অভিযোগ করেন, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করতে ভাড়াটে খুনি পাঠিয়েছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।