Logo
Logo
×

সারাদেশ

ঈদে কক্সবাজারে ৫ লাখ পর্যটকের সমাগমের আশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম

ঈদে কক্সবাজারে ৫ লাখ পর্যটকের সমাগমের আশা

ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে পর্যটকদের প্রধান গন্তব্যের শীর্ষে থাকা কক্সবাজারে এবারও ব্যাপক পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। এই সমুদ্রনগরীতে প্রায় ৫ লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে। হোটেল-মোটেলের প্রায় সব বুকিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

রোজার সময় পর্যটকদের অভাবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অলস সময় কাটালেও ঈদে ভালো ব্যবসার আশায় রয়েছেন। এবারের টানা ৯ দিনের ছুটির মধ্যে ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সর্বাধিক পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পর্যটকদের নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কক্সবাজারের পর্যটন স্পটগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে।

হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রের ব্যবস্থাপক নুরুল আমিন সিকদার জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ডিআইজি (অতিরিক্ত) আপেল মাহমুদ বলেন, পর্যটকদের জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিরাপত্তায় গোয়েন্দা টিম, গেট পেট্রোলিং, মোটরসাইকেল টিম এবং স্পেশাল মোবাইল টিম অন্তর্ভুক্ত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন