
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:০৯ এএম
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

ছবি : সংগৃহীত
যমুনা সেতুর ওপর দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতি দেখা দিয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ৩টা থেকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করছে, যা ঘরমুখো যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং দুটি গাড়ি বিকল হয়ে যায়। যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রাত ও সকালে ঢাকাগামী লেন বন্ধ রেখে ১৮টি বুথ চালু করে উত্তরগামী যানবাহন পারাপার করা হয়।
যমুনা সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, রাত থেকে সকাল পর্যন্ত ১২ বার টোল আদায় বন্ধ রাখতে হয়, যা যানজটের অন্যতম কারণ। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে।