
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:১৯ এএম
দেশে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
চলতি বছরে দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে গেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের কারণ হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবারের (২৯ মার্চ) পূর্বাভাস অনুযায়ী, এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ১৩ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার ১৫ জেলায় ছড়িয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবারের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, যশোর ও সিরাজগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।