
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ এএম
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল সাদা ও নীল কাপড়ে ঢেকে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)। সংগঠন দুটি এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের এমন পদক্ষেপ মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার শামিল।
এর আগেও বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) একইভাবে ম্যুরাল ঢেকে দেওয়া হয়েছিল। এবারের ঘটনায় দ্বিতীয়বারের মতো নিন্দা প্রকাশ করেছে সংগঠন দুটি।
এই দীর্ঘ ম্যুরালে একুশের ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, একাত্তরের গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন রয়েছে।
সনাকের লালমনিরহাট শাখার সহসভাপতি সুপেন্দ্রনাথ দত্ত বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়া মানে সেই অবদান অস্বীকার করা।”
জেলা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফী মোহাম্মদ বলেন, “যদি স্মারকটি অপ্রাসঙ্গিক হয়, তবে এটি ভেঙে ফেলা হোক। কিন্তু বিশেষ দিনে ঢেকে দেওয়ার নামে এ ধরনের ‘সার্কাস’ করা উচিত নয়।”
সনাকের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম বীরপ্রতীক বলেন, “এটি মেনে নেওয়া যায় না। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যুরাল কাপড়ে ঢেকে রাখার ঘটনা আমাকে ব্যথিত করেছে।”
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, “বিভিন্ন মহলের আপত্তির কারণে এবং জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্য না থাকায় ম্যুরালটি ঢেকে দেওয়া হয়েছে।”
তবে মুক্তিযুদ্ধের চেতনা লুকানোর এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।