
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম
ছিন্নমূল মানুষদের ইফতার দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

ছবি : সংগৃহীত
সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আজ নারায়ণগঞ্জ শহরে শতাধিক ভাসমান মানুষদের মাঝে নিজ হাতে ইফতার বিতরন করলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাস মাসদাইর কেন্দ্রীয় মসজিদ,মাদ্রাসা ও কবরস্থান এলাকায় ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে ইফতার বিতরন করে উপস্থিত সবার নজর কারেন জেলার এই অভিভাবক।
তার এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে ক্ষনিকের জন্য হলেও আনন্দ এনে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই উপস্থিত সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন ডিসি জাহিদুল ইসলামের ভুয়সী প্রশংসা করে বলেন,আমার চাকুরীকালে অনেক জেলা প্রশাসককে দেখেছি নারায়ণগঞ্জে।
কিন্তু আজকে এই প্রথম দেখলাম একজন ডিসি প্রতিটি ছিন্নমূল মানুষকে নিজের হাতে ইফতার দিলেন।
একজন দুইজনকে ইফতার দেয়ার নামে ফটোশট করলেন না উনি। শুধু তাই না,উনি দেখলাম চেষ্টা করলেন সবাইকে আগে ছালাম দিতে।
সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আনোয়ার হোসেন বলেন,আমার কাছে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে অন্যান্য ডিসির চেয়ে একটু আলাদাই মনে হয়েছে। তার আচরণ দেখে মনেই হয়নি উনি এতো বড় একজন সরকারী কর্মকর্তা।
উনি উঁচুনিচু সবাইকে সম্মান দিয়ে কথা বললেন, আরো যোগ করেন মুফতী আনোয়ার হোসেন।
সুবিধাবঞ্চিত মানুষগুলো জেলা প্রশাসকের হাত থেকে খাবার পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া করেন।
প্রতিটি ইফতার প্যাকেটে পর্যাপ্ত পরিমানে খাসির তেহারি ছিল,যাতে একজন রোজাদার তৃপ্তি সহকারে খেতে পারেন।
নারায়ণগঞ্জ জেলার এনডিসি মোহাম্মদ তামসীদ ইরাম খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।