
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৮ লাখ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

যমুনা সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় বৃহস্পতিবার সকালে অপেক্ষারত অভি ক্লাসিক বাস। ছবি : সংগৃহীত
ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যা সরাসরি টোল আদায়ের পরিমাণেও প্রভাব ফেলেছে।
যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ২৩৯টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।
এর আগে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্য়ন্ত ২৯ হাজার ২৩৩টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৪ হাজার ৫৩৩টি। টোল আদায় বেশি হয়েছে ২১ লাখ ৮৮ হাজার টাকা।
আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চাপ ততই বাড়ছে। মানুষদের ভোগান্তি এড়াতে সেতুতে সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে ১৮টি বুথ চালু রাখা হবে।