Logo
Logo
×

সারাদেশ

পাবনা মেডিকেল ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:২৭ এএম

পাবনা মেডিকেল ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা!

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন পেয়েছে। তবে এই কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, কারণ সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির নতুন কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সহ-সভাপতি রাহুল রায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ছাত্রলীগেরও যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন, হাবিবুর রহমান ছিলেন সমাজসেবা সম্পাদক, তাসরীফ আলম দপ্তর সম্পাদক। নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাবিল ও প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহ—এদের সবাই একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

এ নিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনও ছাত্রলীগ করিনি। তৎকালীন ছাত্রলীগের নেতারা আমার অনুমতি ছাড়াই আমাকে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছিল।”

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ বলেন, “তারা ছাত্রলীগের পদে থাকলেও জুলাই আন্দোলনের সময় পদত্যাগ করেছে এবং সেই সময় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের কাছে তাদের পদত্যাগের ভিডিও প্রমাণও রয়েছে। এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।”

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন