Logo
Logo
×

সারাদেশ

অযত্নে অকেজো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

অযত্নে অকেজো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স

অযত্ন-অবহেলায় যেন নিজেই রোগী হয়ে যাচ্ছে ভারত সরকারের উপহার পাওয়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত

ভারত সরকারের উপহার দেওয়া অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স অব্যবহৃত পড়ে থেকে ক্রমেই অকেজো হয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। জরুরি চিকিৎসা সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাম্বুলেন্স জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তিন বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে অচল অবস্থায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেওয়া ভারত সরকারের আইসিইউ অ্যাম্বুলেন্সগুলোর একটি ২০২১ সালের ২৬ নভেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছায়। তবে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি এর সেবা।

চুয়াডাঙ্গা জেলায় সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে আইসিইউ সুবিধা নেই, ফলে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরের হাসপাতালে পাঠানো হয়। এমন পরিস্থিতিতে আইসিইউ অ্যাম্বুলেন্সটি চালু হলে এটি হতে পারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন। কিন্তু দীর্ঘদিন ধরে এটি পড়ে থাকলেও কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুত কুমার রায় জানিয়েছেন, আইসিইউ ইউনিট চালু করা গেলে অ্যাম্বুলেন্সটিও সচল করা সম্ভব হবে। তবে জনবল সংকটের কারণে আপাতত এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন