
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩২ এএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ১০ দিনের পরিবর্তে ১২ দিনের ছুটির দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দু’দিকে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে যানজট তৈরি হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সারাদেশেই ঈদের ছুটি ১০ দিন নির্ধারিত হলেও ওই কারখানার শ্রমিকরা অতিরিক্ত ছুটির দাবিতে আন্দোলনে নামে।