
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম
চাঁদপুরে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০২ এএম

ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নিহতের চাচি খোদেজা বেগমের দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে জানান, ছাদে চোর ঢুকেছে। এরপর খোদেজা বেগম ছাদে গিয়ে মৃতদেহ দেখতে পান এবং চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন।
খোদেজা বেগম জানান, বাসার প্রধান ফটক বন্ধ ছিল এবং ছাদে ওঠার বিকল্প কোনো পথ ছিল না। তবে গাছ বেয়ে ছাদে ওঠা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।