BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

Swapno
ব্রেকিং
ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ আইজিপির সঙ্গে

সারাদেশ

৮২ জন এতিম শিশুদের ঈদ উপহার দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম

৮২ জন এতিম শিশুদের ঈদ উপহার দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

ছবি : সংগৃহীত

সারাদেশে মানবিক ডিসি হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আজ জেলার ফতুল্লা থানার অধীন মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের ৮২ এতিম শিশুদের নতুন পায়জামা পাঞ্জাবি উপহার দিলেন।

অনাথ আশ্রমে বেড়ে উঠা এই শিশুরা জেলা প্রশাসককে কাছে পেয়ে ক্ষণিকের জন্য হলেও ভুলে গিয়েছিল তাদের মা বাবা হারানোর বেদনা।

জেলার অভিভাবক জাহিদুল ইসলামও শিশুদের সাথে ইফতারের পুর্বে খোশমেজাজে কথা বললেন দীর্ঘক্ষণ। প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সবার সাথেই কুশল বিনিময় করেন।

মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের  উপ তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন,আমাদের শিশুদের সাথে জেলা প্রশাসক মহোদয় শুধু ইফতারই করেন নাই। প্রতিটি শিশুর জন্য ঈদের নতুন পোশাক আগেই পাঠিয়ে দিয়েছিলেন।  

উপহার পেয়ে শিশুদের মাঝে যেন ঈদের আনন্দ বয়ে গিয়েছে ঈদ আসার আগেই। জেলা প্রশাসকের দেয়া নতুন পায়জামা পাঞ্জাবি পড়েই সবাই ইফতার মাহফিলে উপস্থিত ছিল। 

জেলা প্রশাসকের কাছে নিজেদের ঐতিহ্যবাহী  সাংস্কৃতিক চর্চার জন্য গিটারসহ কিছু সরঞ্জামের আবদার করেন মং ক্য চিং নামের একজন এতিম ।

আলমগীর হোসেন নামের আরেজন এতিম শিশু তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানে কয়েকটি ল্যাপটপ  দরকার বলে জানান জেলা প্রশাসককে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাদের সবার আবদারগুলো ধৈর্য সহকারে শুনেন এবং দ্রুত গিটার এবং কিছু ল্যাপটপ প্রদানের আশ্বাস দেন।

একই প্রতিষ্ঠানের সহকারী উপ তত্ত্বাবধায়ক

সেলিনা বেগম এই প্রতিবেদককে বলেন, এতিম শিশুদের প্রতি জেলা প্রশাসক স্যারের এতো আন্তরিকতা দেখে আমরা সবাই অভিভূত। 

বিদায়ের পুর্বে তিনি এতিম শিশুদের যে কোন প্রয়োজনে সরাসরি তাকে জানানোর পরামর্শ দেন আমাকে।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,  

"এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না।"

তিনি আরও বলেন, "যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।"

জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক বিশেষ আনন্দের অনুভূতি বিরাজ করছিল, যা ঈদের উৎসব ও পবিত্র রমজানের মহত্ত্বকে আরও অর্থবহ করে তুলেছে।

নবিক ডিসি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com