
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
কুমিল্লা সীমান্ত দিয়ে প্রবেশকালে দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুমিল্লা সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৈখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা (৪০) এবং তার ছোট ভাই বিমল দেব বর্মা (২৩)।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্তে অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৫/এম-এর কাছ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা এলাকায় পাসপোর্টবিহীন অবস্থায় প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাসপোর্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।