সুনামগঞ্জে চলন্ত অটোরিকশায় ধর্ষণ চেষ্টা, লাফ দিয়ে গুরুতর আহত কিশোরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক কিশোরীকে চলন্ত সিএনজি অটোরিকশায় ধর্ষণের চেষ্টা করা হয়। আতঙ্কে মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফ দিলে গুরুতর আহত হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দিরাই বাজার থেকে বাড়ি ফিরছিল কিশোরীটি। পথে দুই যুবক হঠাৎ সিএনজিতে উঠে এবং চালক রাস্তার দিক পরিবর্তন করে শান্তিগঞ্জের দিকে চালিয়ে নেয়।
একপর্যায়ে দুই যুবক তার মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। বাঁচার জন্য মেয়েটি সাহসিকতার পরিচয় দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় এবং গুরুতর আহত হয়।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।