হবিগঞ্জে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম

ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের পরিবারের ১৫ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বাহুবলের লামাতাশি ঘোষপাড়া গ্রামে কনে শারমিন আক্তারের বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় সূত্র জানায়, শারমিনের সাথে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ে ঠিক হয়।
বিয়ের আগের রাতের গায়ে হলুদ অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন যুবক এসে গান বন্ধ করতে বলেন। তাদের আপত্তি উপেক্ষা করায় উত্তেজনার সৃষ্টি হয়।
এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে একদল যুবক কনের বাড়িতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় এবং কনের পরিবারের লোকজনকে মারধর করে।
হামলায় কনের মা ও চাচিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।