শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম

আয়েশা সিদ্দিকা রুপালী
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালী তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার কন্যা।
পুলিশ জানিয়েছে, আয়েশা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আয়েশা সিদ্দিকা রুপালীকে আদালতে হাজির করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।"
গ্রেপ্তারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।