Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে জনতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:১৩ পিএম

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে জনতা

ছবি : সংগৃহীত

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলা শহরের নান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের মতে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর বাড়ি নান্দুয়ালী চরপড়া এলাকায়। সেই বাড়িতে বেড়াতে গিয়েই শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত আসামিরা হলেন, শিশুটির বোনের স্বামী সজিব (১৮), ভাশুর রাতুল শেখ (২০), শ্বশুর হিটু শেখ ও শাশুড়ি জাহেদা বেগম।

বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ধর্ষণের শিকার শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সামরিক হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ নিজে জেলা মাগুরায় নেয়া হয়। সেখানে দুইদফা জানাজা শেষে রাত ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, গতকাল বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। আজ হয় দু’বার। এরমধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিলো। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেলো না ফেরার দেশে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন