নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে : আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি হলো সৎ ও যোগ্য মানুষের দল যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রেখেই বিএনপির রাজনীতি করতে হয়, তাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (৯ মার্চ) তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এতিম ও সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজিজুল বারী হেলাল আরও বলেন, যদি আগামী নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবেই। এজন্য দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
ইফতার অনুষ্ঠানে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, মোল্যা এনামুল কবির, ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্যা মাহাবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, শেখ ইউসুফ আলী প্রমুখ।