BETA VERSION শনিবার, ০৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৩:৩০ এএম

Swapno

সারাদেশ

মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়িতে ডাকাতি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম

মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়িতে ডাকাতি

পাবনা-সাঁথিয়া মহাসড়কের ছেচানিয়া ব্রিজের পাশে গাছ ফেলে ডাকাতি করা হয়। ছবি: সংগৃহীত

মধ্যরাতে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে গাছ ফেলে ডাকাতি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা, এরপর বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোসহ বেশ কয়েকটি গাড়ি আটকে পড়ে। প্রায় ৪০ থেকে ৫০ জন ডাকাত হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গাড়িগুলোতে ডাকাতি চালায়।

এ সময় যাত্রীদের মারধর করে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ তাণ্ডব। একটি গাড়ির যাত্রী, ইসলামী বক্তা আব্দুস সালাম জানান, ডাকাতরা গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করে। তবে তার গাড়িতে আক্রমণ করলেও কোনো যাত্রীকে আঘাত করেনি ডাকাতরা।

স্থানীয়রা জানায়, এটি একটি ব্যস্ত সড়ক নয়, তবে ঢাকায় যাওয়ার জন্য যাত্রীবাহী গাড়ি এই সড়ক ব্যবহার করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে বলেন, `কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা।

বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল ফেরত দিয়ে যায়।'

তিনি বলেন, ‘একটি মাইক্রোতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।’

স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাওয়ার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে সংখ্যা বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাস পাবনা ডাকাতি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com