
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম
আদালত প্রাঙ্গণ থেকে আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা দায়রা জজ আদালত থেকে দুই আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে ৩০-৪০ জনের একটি দল আদালত প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। এই সময় আতঙ্কিত হয়ে পড়ে আদালতের প্রাঙ্গণে থাকা মানুষজন। পরে পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা।
তবে এই ঘটনার সাথে জড়িত কারা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনজীবীরা বলছেন, এমন ঘটনা দেশের জন্য হুমকি এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তারা।