BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০২:০৭ এএম

Swapno

সারাদেশ

নির্মাণ হয়নি ড্রেন, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগ

Icon

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম

নির্মাণ হয়নি ড্রেন, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক, নার্স, কর্মীসহ সহস্রাধিক রোগী ও তাদের স্বজনরা বৃষ্টির আশঙ্কায় মানসিক চাপে রয়েছেন। বৃষ্টি হলেই হাসপাতাল চত্বর নালার উপচে পড়া পানিতে তলিয়ে যাবে, ফলে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাবেক মেয়র দক্ষিণ-পূর্ব গেট থেকে পাট গবেষণা কেন্দ্র পর্যন্ত একটি ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আশ্বাসে পৌর কর্তৃপক্ষ আগের নালার মাটি তোলে নেয়, কিন্তু প্রায় এক বছর পার হলেও কাজ শুরু হয়নি। বর্তমান পৌর মেয়র মাহমুদ পারভেজকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে রয়েছেন।

পৌরসভার প্রধান নির্বাহী হাসান জাকির জানান, বিষয়টি নজরে রয়েছে এবং উপযুক্ত সময়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও হাসপাতালের ফার্মেসি মালিক আল আমিন বর্ষার আগেই ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাসপাতালের কর্মচারীরা জানান, গত বছর রোগীদের কাদাপানির মধ্য দিয়ে হাসপাতালে প্রবেশ করতে হয়েছিল, যা চরম ভোগান্তির কারণ হয়েছিল।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান জানান, নতুন প্রশাসক মোছা. মোমতাজ দায়িত্ব গ্রহণ করেছেন, তার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের উপপরিচালক ডা. নূর মোহাম্মদ সামসুল আলম জানান, সাবেক মেয়র ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিষয়টি স্থানীয় সরকার বিভাগে জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপের আশা করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোছা. মোমতাজ আশ্বস্ত করেছেন যে, নতুন দায়িত্বে যোগ দিয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কিশোরগঞ্জ ড্রেন নির্মাণ রোগীদের দুর্ভোগ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com