Logo
Logo
×

সারাদেশ

আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে কৃষকদের বিক্ষোভ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে কৃষকদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

রাজশাহীতে  আলু সংরক্ষণের হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে রাজশাহী-নওগাঁ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।  

কৃষকরা জানান, আগে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য চার টাকা ভাড়া দিতে হতো, যা এবার দ্বিগুণ বেড়ে আট টাকা করা হয়েছে। তারা এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগের ভাড়া বহাল রাখার দাবি জানান। কৃষকদের হুঁশিয়ারি, ভাড়া কমানো না হলে তারা আলু ফেলে দেবেন, কিন্তু হিমাগারে রাখবেন না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।  কৃষকরা সড়কে আলু ফেলে দিয়ে বিক্ষোভ করেন এবং পথসভা করেন।  

স্থানীয় বিএনপি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। দলটির কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন হিমাগার মালিকদের বিরুদ্ধে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন।  

হিমাগার মালিকরা জানান, আগে ৫০ কেজির বস্তার জন্য ৩৪০ টাকা ভাড়া নেওয়া হতো, যা কেজিপ্রতি প্রায় ৬.৮ টাকা পড়ত। কিন্তু ফড়িয়ারা একই বস্তায় ৮০ কেজি পর্যন্ত আলু রাখতেন, যা বস্তাপ্রতি ভাড়া কমিয়ে ৪ টাকায় নামিয়ে আনত।  

এ কারণে এবার কেজিভিত্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে, যাতে সঠিক ওজন নিশ্চিত করা যায় এবং হিমাগারের শ্রমিকদের ওপর বাড়তি চাপ না পড়ে। তবে হিমাগার মালিকরা সক্ষমতা অনুযায়ী ভাড়ায় ছাড় দেবেন বলে জানান রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।  

এর আগে ২ ফেব্রুয়ারি মোহনপুর পরিষদ চত্বরে কৃষকরা একই দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেন এবং সড়কে আলু ফেলে ক্ষোভ প্রকাশ করেন।  

কৃষকদের দাবি দ্রুত মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন