Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা: নৌ পুলিশের অভিযানে সাতজন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা: নৌ পুলিশের অভিযানে সাতজন গ্রেফতার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা করে নদীতে লাশ গুমের ঘটনায় সক্রিয় ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি ২০২৫, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট সংলগ্ন বিশ্ব খাদ্য গুদামের পূর্ব পাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। পরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হয়। নিহতের পরিবার ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনার পর নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন (বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুল মাবুদসহ বিশেষ টিম তদন্ত শুরু করে।

নৌ পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা ও ছিনতাই চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন—

  • লিয়ন (৩২)
  • মোঃ বোরহান @ ইমরান @ সোহেল @ পিচ্ছি (২১)
  • মোঃ শাওন বেপারী (২২)
  • মোসাঃ পারভীন বেগম (২২)
  • শাহীন মোল্লা (৩০)
  • মোহাম্মদ আলী (৫৫)
  • মোঃ আল আমিন সর্দার (৩৮)

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—

  • ছিনতাইকৃত একটি অটোরিকশা
  • নিহত চালকের ব্যবহৃত আইটেল মোবাইল ফোন
  • চেতনানাশক ওষুধ, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল
  • অটোরিকশা বিক্রির নগদ ২৫ হাজার টাকা

নৌ পুলিশের তদন্তে উঠে এসেছে, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করত। এরপর তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দিত এবং ছিনতাইকৃত অটোরিকশা বিক্রি করত।

নৌ পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন