চট্টগ্রামের হালিশহরে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হালিশহর এলাকায় প্লাস্টিকের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট টানা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহরের মুন্সি পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন আশপাশের তিনটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, গুদামের পাশে সন্ধ্যায় কয়েকজন শিশু আতশবাজি নিয়ে খেলছিল। তাদের ছোঁড়া আতশবাজি গুদামের ভেতরে গিয়ে পড়লে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।