বগুড়ায় মেলা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ এএম

ছবি : সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে মেলা আয়োজন ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়িতলা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু এবং সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। শনিবার রাত ৮টার দিকে হাটের ইজারা ও ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসানো নিয়ে তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে।
রেজাউল করিম ঠান্ডুর দাবি, হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন দেশীয় অস্ত্রসহ তার লোকজনের ওপর হামলা চালায়, এতে সাতজন আহত হন। অন্যদিকে, মোখলেছুর রহমান হিল্টু পাল্টা অভিযোগ করে বলেন, তার সমর্থকরা বাজারে চা পান করছিলেন, তখন ঠান্ডুর অনুসারীরা তাদের ওপর হামলা চালায়, এতে ছয়জন আহত হন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), যুবদল নেতা স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), রাজু আলম (৩৫), রাসেল মিয়া (৩৫), আলমগীর হোসেন (৪০) এবং যুবদল কর্মী সুজন মিয়া (৪৫)। অন্যদিকে, মোখলেছুর রহমান হিল্টুর অনুসারীদের মধ্যে আহত হয়েছেন কামাল হোসেন (৩৮), সমসের আলী মন্ডল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং সোবদুল খাঁ।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, ঐতিহাসিক পোড়াদহ মেলা উপলক্ষে কড়িতলা বাজারে মাছের মেলা বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।